AI ব্যাবহার করে পর্নোগ্রাফি ব্লাকমেইল

মৌলভীবাজার তারাপাশা কামারচাক ইউনিয়নের ছেলে আরমান…! দীর্ঘদিন যাবত নবীগঞ্জ জেলার ভুক্তভোগী মেয়ে দীপা কে সামাজিক যোগাযোগ মাধ্যমে Ai ব্যাবহার করে উনার ব্যাক্তিগত ছবি দিয়ে পর্নোগ্রাফি ইমেইজ ভিডিও ইত্যাদি দিয়ে ব্লাকমেইল করে আসছিলেন ।
– গত ২ দিন আগে আমাদের পাবলিক গ্রুপের Galib Chowdhury এর সরনাপন্ন হয়ে ভুক্তভোগী আমাদের নিকট আসলে আমরা অভিযুক্ত  ব্যক্তি আরমানের আসল পরিচয় শনাক্ত করতে সক্ষম হই ।
– ভুক্তভোগীর দেওয়া সকল এভিডিয়েন্স এর ভিত্তিতে আমরা অফিসিয়ালি তার সাথে যোগাযোগ করলে সে তার ভুল বুঝতে পারে এবং পরবর্তীতে ভুক্তভোগীর নিকট ক্ষমা চায় এবং ভবিষ্যতে এমন করবেনা বলে জানায়। এবং মেয়েটির আর কোনো ক্ষতি হলে তার সম্পূর্ণ দায়বার সে নিবে ।
– তার কাছে থাকা সকল ছবি ভিডিও আমরা মুছে ফেলি ও তার ডিভাইসের IMEI সহ সকল পরিচয় ভেরিফাই করে জমা রাখা হয় ।
– সাইবার অপরাধ এর শিকার হলে ভয় পাওয়ার কিছু নেই। গোপন না রেখে নিজের সবচাইতে কাছের কাউকে বিস্তারিত শেয়ার করুন ।  আইনের সরনাপন্ন হন, সাইবার অপরাধ রুখে দাড়ান।